টেকনাফ প্রতিনিধি :
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মোঃ সিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নথি নং-০০.০১.২২০০.৬২৩.০৩.৩৩৫.২০ এবং দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম এর স্মারক নং-৭৪ তারিখ: ৩০-০১-২০২৪(গ) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজার এর স্মারক নং-২৫৮৪ তারিখ: ৩১-১০-২০২৩ দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় ঢাকার ই/আর নং-মপ/তদন্ত-২/৩৩৫/২০২০ দীর্ঘ তদন্ত শেষে মোহাম্মদ সিরাজ, পিতা-শামছুল আলম প্রকাশ শামসু মিয়া, সাং-জাহালিয়া পাড়া (লেগুরবিল), ডাকঘর-মিঠা পানিরছড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত
সম্পদ অর্জনের অভিযোগ পরিসমাপ্তিকরণ করেছে। দুদকের মহাপরিচালক মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত একপত্রে দুদকের পরিসমাপ্তিকরণ টিঠি প্রেরণ করেন।
এদিকে মোঃ সিরাজ দুদকের চিঠি হাতে পাওয়ার পর মহান আল্লাহর কাছে শুকুরিয়া জ্ঞাপন করেন এবং সকলের ভূলভ্রান্তি ক্ষমা চেয়ে দোয়া প্রত্যাশা করেন ।
পাঠকের মতামত