প্রকাশিত:
এপ্রিল ১৭, ২০২৪ ১১:২৪ পিএম
শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)।
গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার ঈদগাঁ এর জালাল আহমদের ছেলে শাহজাহান সিরাজ (৪২),ও একই এলাকার আলিম মিয়ার ছেলে নুরুল আজিম (৪৫)।গ্রেফাতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
মঙ্গলবার(১৬ এপ্রিল)রাত নয়টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের জি-ব্লকে এ অভিযান চালানো হয়।
বুধবার(১৭ এপ্রিল)দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়ান কতৃর্ক পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়ার কুতুপালং পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক জামান।
তিনি আরো বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
পাঠকের মতামত