ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪ ৪:৩০ পিএম

অনলাইন ডেস্ক

ঈদ ও পহেলা বৈশাখের পাঁচ দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত ও বিনোদনকেন্দ্রে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। কোথাও তিল ধারণের ঠাঁই নেই।

গতকাল থেকে পর্যটকরা কক্সবাজারমুখী হয়েছেন। শহরের অধিকাংশ হোটেল-মোটেল,গেস্ট হাউস, রিসোর্ট ও বিনোদনকেন্দ্রগুলো নতুন করে সাজানো হয়েছে।

কক্সবাজার হোটেল-মোটেল-গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে মাঝারি ও তারকামানের হোটেলগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ কক্ষ বুকিং হয়েছে।

ট্যুর অপারেটর অব কক্সবাজারের(টুয়াক) সূত্র জানায়, ১২ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৫ দিন সৈকতে ৪ থেকে ৫ লাখ পর্যটক আসতে পারে। পর্যটকেরা সমুদ্র সৈকতের পাশাপাশি দৃষ্টিনন্দন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, ইনানী, পাটুয়ারটেক, সাগরদ্বীপ মহেশখালী, মাতারবাড়ী ও সোনাদিয়া, রামুর বৌদ্ধবিহার, চকরিয়ার বঙ্গবন্ধু ডুলাহাজারা সাফারি পার্ক ও সুরাজপুরের নিভৃতে নিসর্গসহ দর্শনীয় স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছেন।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের প্রধান ও অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এবারের ঈদ ও পহেলা বৈশাখের ছুটিতে কক্সবাজারের রাস্তাঘাট এবং পর্যটন স্পটসমূহে ট্যুরিস্ট পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়া শহরের কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় দিনরাত ২৪ ঘন্টা পুলিশী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ভ্রমণে আসা পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের বীচকর্মীরা দায়িত্ব পালন করছে। দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পর্যটন এলাকায় ভ্রাম্যমান আদালতও মাঠে থাকবে।#

পাঠকের মতামত

উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে  ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর ...

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত:ডাম্পার ও চালক আটক

         নিজস্ব প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। ক্যাম্প ...

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...

শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

         প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে শাহেদা আক্তার রিপা ও সালা উদ্দিন শাহেদর নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ...