টেকনাফ(কক্সবাজার)সংবাদদাতা
টেকনাফে হামলায় গুরুতর আহত মোহাম্মদ সাবের (৩৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পৌরসভা বার্মিজ মার্কেটে তাঁর জুতার দোকান রয়েছে।
এ ঘটনায় নিহত সাবেরের বড় ভাই মৌলভী মোহাম্মদ সাদেক বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেছেন। নিহত মোহাম্মদ সাবেরের বড় ভাই মৌলভী সাদেক জানান, ৩ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ পৌরসভা জালিয়াপাড়ার বাসিন্দা মো. ইয়াসিনের নেতৃত্বে কথাকাটাকাটির জের ধরে কয়েকজন মিলে সাবেরকে দোকান থেকে বাইরে এনে পিটিয়ে মারাত্মক জখম করে। পরে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য আরেকটি হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে সাবের মারা যান। মারা যাওয়ার আগে তিনি হামলার বর্ণনা দিয়েছেন। হামলারকারীদের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইয়াসিন। এ ঘটনায় ইয়াসিনকে প্রধান করে একটি হত্যা মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার ১১ এপ্রিল নিহত সাবেরের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘১১ এপ্রিল নিহত সাবেরের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে’।
পাঠকের মতামত