৯দিন পর ১৫ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত জসিম
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত জসিম উদ্দিন ১৫ লাখ টাকা মুক্তিপণ ...
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ একজনকে আটক করেছে র্যাব-১৫।আটককৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া গ্রামের মোঃ তৈয়বের ছেলে সৈয়দ হোছেন।
গতকাল শনিবার গভীররাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের জুম্মা পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব নিশ্চিত করেন।
র্যাব জানায়, একটি সঙ্গবদ্ধ চক্র দীর্ঘদিন বিভিন্ন জায়গা থেকে সিএনজি ও ব্যাটারি চালিত অটো রিক্সা চুরি করে পাচার করে আসছিল। উদ্ধারকৃত কৃত সিএনজি ও অটো রিক্সাসহ আটক ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
###
পাঠকের মতামত