টেকনাফ প্রতিনিধি:
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি’র শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি করণ এক সভা অনুষ্ঠিত হয়েছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী ইউএনডিপি’র আয়োজিত সম্প্রদায়ের নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার বৃদ্ধি করা প্রকল্প (সিএসপিসি) ইউনিয়ন মিডিয়েটরস ফোরাম এবং ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সাথে মাসিক সমন্বয়ক সভা অনুষ্টিত হয়েছে।গত ২৪ মার্চ দুপুরে হোয়াইক্যং আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ে হল রুমে অনুষ্ঠিত হয়।এ সভায় সভাপতিত্ব করেন হোয়াইক্যং ইউনিয়ন মিডিয়েটরস ফোরামের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী।
উক্ত সভা পরিচালনা করেন হোয়াইক্যং ইউনিয়ন মিডিয়েটরস ফোরামের সাধারণ সম্পাদক হারুনর রশীদ শিকদার। এর সঞ্চালনায় ওয়ার্ড মিটিয়েটরস ফোরামের সদস্যদের প্রশিক্ষণের বিষয় আলোচনা ও সদস্যগণ ওয়ার্ড মেম্বারদের নেতৃত্বে প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত হয়।
পাঠকের মতামত