ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে ...
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগ অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার (মিনি ট্রাক)জব্দ করেছে।জব্দকৃত গাড়ীটির মালিক আহমদ উল্লাহ বলে জানা গেছে।
মঙ্গলবার(২৬ মার্চ)রাত দেড়টার দিকে উখিয়ার হাতিমোড়া এলাকায় এ অভিযান চালানো হয়।এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।অন্যান্যদের মধ্যে উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি,দৌছড়ী বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জানসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন
যেখানে খবর পাচ্ছি উখিয়ার বনজ সম্পদ রক্ষার্থে বিট কর্মকর্তা সহ আমরা তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছি।
####
পাঠকের মতামত