ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ ৯:৫৭ পিএম

প্রতিনিধি।

টেকনাফের কৃষি অধ্যুষিত জনপদ হোয়াইক্যং কাঞ্জর পাড়া ও রইক্ষ্যং এলাকায় গরু চরানো এবং ক্ষেতে কাজের সময় শিশু-কিশোরসহ ৮জন অপহরণের শিকার হয়েছে।

জানা যায়, ২৭মার্চ (বুধবার) সকাল ১১টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউপির কাঞ্জর পাড়ার করাচি পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় গরু চরানো এবং ক্ষেতে কাজ করতে গেলে পাহাড় থেকে নেমে আসা স্বশস্ত্র দূবৃর্ত্ত দল অস্ত্রের মুখে জিম্মি করে স্থানীয় শহর আলীর পুত্র ফরিদ আলম (৩৫),লেদু মিয়ার পুত্র শাকের মিয়া ওরফে শাকিল (১৫), মোঃ বেলালের শিশু পুত্র জুনায়েদ (৭) ও মোঃ নুর (১৫), নাজির হোছনের পুত্র ইসমাইল (২৫), নুর আলীর পুত্র আক্তার আলী (২১), ঊনছিপ্রাংয়ের রইক্ষ্যং এলাকার মৃত কালা মিয়ার পুত্র ফজল কাদের (৫৫) এবং মৃত আলী আকবরের পুত্র বাবুল (৩৫) কে অপহরণ করে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। এরপর অপহরণকারীরা অপহৃতদের মুক্তিপণের জন্য মাথাপিছু ১/২ লাখ টাকা করে মুক্তিপণ দাবী করছে। এই ধরনের আতংকজনক ঘটনার খবর পেয়ে র‌্যাব-পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পর ভিকটিমদের পরিবারে উদ্বেগ ও আতংক বিরাজ করছে।

ঊনছিপ্রাং এলাকার ইউপি মেম্বার রশিদ আহমদ কাঞ্জর পাড়ার ৬জনের সাথে রইক্ষ্যং এলাকার দুই কৃষক অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

হোয়াইক্যং মডেল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানান,আমার গ্রামে গরু চরাতে ও ক্ষেতে কাজ করতে গিয়ে শিশু-কিশোর ও কৃষকসহ ৮জন অপহরণের শিকার হয়েছে। তাদের উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করছি।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান,এই বিষয়ে ভিকটিমদের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ আমাদের অবহিত করেনি। আমরা নিজস্ব সোর্স মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশের বিশেষ টিম পাঠিয়েছি। ###

পাঠকের মতামত

টেকনাফে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে শুভ উদ্বোধন হল তারুণ্যের উৎসব

           এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে কক্সবাজারের টেকনাফে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ...

চকরিয়ায় অটোরিক্সা থামিয়ে রেলওয়ের স্টেশন মাষ্টারকে ছুরিকাঘাত

         কক্সবাজারের চকরিয়ায় সিএনজি চালিত অটোরিক্সা থামিয়ে আকতার হোসেন (৪০) নামের এক রেলওয়ে স্টেশন মাষ্টারকে ছুরিকাঘাত ...

নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

         উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ আড়াই লাখ ...