নিজস্ব প্রতিনিধি।
মিয়ানমারের রাখাইনে চলছে সংঘাত, কক্সবাজার টেকনাফের সীমান্তে রাতভর একের পর এক ভেসে আসলো মর্টারশেলের বিকট শব্দ। এ শব্দের আতঙ্কে রাত জেগে সময় পার করেছেন সীমান্তের বাসিন্দারা।কক্সবাজারের টেকনাফে সীমান্তবর্তী মিয়ানমারের ওপারে আবারো এভাবে রাতে চলছে মর্টারশেল ও ভারী গুলিবর্ষণ। এপারে জনমনে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে সীমান্তের স্থানীয় মানুষের।
হ্নীলার স্থানীয় মোহাম্মদ সেলিম জানান, গতকাল সোমবার সারাদিন পরিস্থিতি ঠিক থাকলে ও আজ মঙ্গলবার রাত ১২টা ১২ মিনিটের পর গুলির এমন শব্দ হয়েছে আমার বসত বাড়িতে ও কম্পন সৃষ্টি হচ্ছে, রাতে খুব আতঙ্কে ছিলাম, তবে সারাদিন তেমন গুলাগুলির শব্দ পাওয়া যায়নি৷
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, রাখাইন রাজ্যে সংঘাত চললেও এপারের সীমান্ত পরিস্থিতি মাঝখানে স্বাভাবিক ছিলো। সোম ও মঙ্গলবার রাত থেকে আবারও হ্নীলার সীমান্তের এপারে ভেসে আসতে থাকে মর্টারশেলের বিকট শব্দ।
উল্লেখ্য, মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি (এএ) ও দেশটির সেনাবাহিনীর মধ্যেই সংঘাত চলমান রয়েছে। রাখাইন রাজ্যের অধিকাংশ গ্রাম ও বিজিপি’র চৌকি ও ক্যাম্প আরাকান আর্মি দখল করে নেন।দখলের পর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাখাইনের অধিকাংশ এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল৷
পাঠকের মতামত