শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের সরকারি সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার পাহাড় কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।
রোববার(১৭ মার্চ)বিকাল তিনটার দিকে উখিয়া সদর বিটের আওতাধীন হাতিমোড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
অন্যান্যদের মধ্যে উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সহ অন্যান্য স্টাফরা উপস্থিত ছিলেন।
উখিয়া সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি বলেন, সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে মাটি কেটে গাড়িতে লোড করার আগেই ডাম্পার জব্দ করা রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে গাজী শফিউল আলন বলেন, পাহাড় খেকোরা খুবই ধূর্ত প্রকৃতির লোক। তারা পাহাড় কাটার সময় বিভিন্ন জায়গায় তাদের পালিত সোর্স বসিয়ে রাখে। যার কারণে আমাদের টিম অভিযানে যাওয়ার খবরে মাটিখেকোরা পালিয়ে যায়। তাই কাউকে আটক করতে পারিনি।তবে পাহাড় কাটায় জড়িতদের খোঁজ নিয়ে দ্রুত জব্দ গাড়ীসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান এ কর্মকর্তা।
এদিকে স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জব্দকৃত ডাম্পারের মালিক ওই এলাকার পুতু কোম্পানির বলে জানা গেছে।
#####
পাঠকের মতামত