ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪ ১০:২৭ পিএম

 

টেকনাফ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে টেকনাফ পৌরসভায়
অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া ২নং ওয়ার্ডে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের আয়োজনে, নারী নেত্রী সমাজ সেবিকা কুলসুমা বেগমের সার্বিক সহযোগিতায় অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে বিতরণ উপলক্ষে পুরান পল্লান পাড়ার নারী নেত্রী কুলসুমা বেগমের নিজ বাড়িতেই এই ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ। এময় উপস্থিত ছিলেন বন্দর ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান বিএ, সমাজ সেবিকা ও শিক্ষিকা নুপুর বড়ুয়া, সমাজ সেবক আব্দুল করিম, আমির হোসেন প্রকাশ ভিডিপি আমির হোসেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।

ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান বিএ বলেন, আল্লাহর রহমতে এলাকা ও বাহিরে সবদিকে অসাধারণ ভূমিকা রাখছে সাংবাদিক মামুন। আমরাও এলাকার লোকজন যেকোন কাজে তাকে পায়। ভাল কাজ করতে আমরা সবসময় প্রস্তুত তাই যেকোন কাজে যেকোন পরামর্শের জন্য আমাদেরকে ডাকবেন আমরা সাথে সাথে সাড়া দিব ইনশাহআল্লাহ। পরিশেষে আমি সহ সকলে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া কামনা করছি।

শিক্ষিকা নুপুর বড়ুয়া বলেন, মামুন এলাকা তথা টেকনাফে যা যা করে যাচ্ছে সব একেকটা ইতিহাস। সততা থাকলে সবকিছু সম্ভব যার উদাহারন হল মামুন। কারণ মামুনের কথা ও অনুরোধ কেউ ফেলে দেইনা। তাই তার কাছে আসলে কেউ খালি হাতে ফিরেনা। সবার সাথে তার সু-সম্পর্ক রয়েছে। সে সবসময় নিজের শ্রম দিয়ে মানুষের জন্য বিনামূল্যে কাজ করে। তাই বলব যেকোন বিপদ আপদে আপনারা মামুনকে জানালে ওনি অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।

নারীনেত্রী কুলসুমা বেগম বলেন, মামুনের সততার ও সেবা দেওয়ার কথা বলে বলে শেষ করতে চাইলেও শেষ হবেনা। তাছাড়া কাজের মাধ্যমে তুমি অহরহ প্রমাণ করে দিচ্ছ যে টাকা ছাড়া মানুষ সেবা পায় যে সেটা। আর এটাও প্রমাণ করতেছ যে টাকা থাকলেও যেগুলো অন্যরা করতে পারতেছেনা সেগুলো আল্লাহর রহমতে তুমি করে দেখাচ্ছ। আমার একটাই অনুরোধ আমৃত্যু তুমি মানুষের জন্য কাজ করে দাও। বিনিময়ে দোয়া পাবে। এ দোয়া আল্লাহর রহমত সাথে মা-বাবার দোয়া তুমার সাথে থাকলে পৃথীবিতে তুমার আর কোনকিছুর দরকার আছে বলে আমি মনে করিনা।

প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমদ বলেন, শুধু এলাকায় কেন সবখানে সততা নিয়ে সকলের পাশে দাড়াচ্ছে আমাদের এলাকার গর্ব মামুন। আমরাও সবসময় তার সহযোগিতা পায়। এভাবে সততা নিয়ে দোয়ার মাধ্যমে তুমি সকলের পাশে দাঁড়াবে এটা আমরা সবসময় কামনা করি। আমরা তুমার সাথে আছি, আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। এছাড়া এলাকার সবার উচিত এলাকার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাজ মিলিয়ে তার পাশে থেকে এলাকা তথা সকলের উন্নয়নের জন্য কাজ করা।
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুন বলেন, আমি এলাকার একজন বাসিন্দা হিসেবে সকলকে সাথে নিয়ে আমার দায়িত্বটুকু পালন করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ পবিত্র রমজানের এ দিনে জুমার নামাজ শেষে অসহায়, দুঃস্থ ও গরীবদের মাঝে সাধ্যমতে ইফতার খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। তাতে যারা সহযোগিতা করে পাশে থেকেছে সকলের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এছাড়াও নিজ এলাকায় কাউন্সিলর নির্বাচন করাকালীন ঘরে ঘরে গিয়ে আপনাদের ভোট চেয়ে আপনাদের ওয়াদা দিয়ে বলেছিলাম কাউন্সিলর নির্বাচিত হলে বা না হলে আপনাদের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনামূল্যে সেবা দিয়ে যাব। আল্লাহর রহমতে মা-বাবা, মুরুব্বি, শুভাকাঙ্খীদের দোয়ায়ে আমার দেওয়া সেই ওয়াদা আল্লাহর রহমতে রেখে সেবা দিয়ে যাচ্ছি। পাশাপাশি এলাকার বাসিন্দা ও স্থানীয় সংবাদকর্মী হিসেবে একটা দায়িত্ব ত আছেই। বাকীটা আল্লাহর মর্জি। আপনাদের পাশে আগেও ছিলাম, এখনো আছি, আগামীতেও থাকব ইনশাহআল্লাহ। আপনারা যেকোন সমস্যায় আমার কাছে আসবেন, বিনামূল্যে আমার সেবা নিবেন। আপনার সমস্যার কতা আমাকে না জানালে ত আমি জানবনা। আল্লাহর রহমত, মা-বাবা, মুরুব্বি শুভাকাঙ্খীদের দোয়ায়ে এলাকাবাসীর সেবায় আল্লাহর সন্তুষ্টিমূলক কার্যক্রম চলমান থাকবে, আমৃত্যু চেষ্টাও করে যাব ইনশাহআল্লাহ।

পাঠকের মতামত

  • শংকা কাটিয়ে কাল পেকুয়া আসছেন ড.মিজানুর রহমান আজহারি
  • পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করলো বুরো বাংলাদেশ
  • বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উখিয়া উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন নতুন কমিটি গঠন
  • পেকুয়ায় হামলায় মেডিকেল অফিসার সহ আহত-২
  • কোস্ট গার্ড মহাপরিচালকের টেকনাফ- মিয়ানমার সীমান্ত পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ 
  • চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি, আটকে গেলেন পুলিশের জালে!
  • টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • উখিয়ায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • হলদিয়ায় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • উখিয়ায় আসছেন সাঈদী পুত্র শামীম সাঈদী
  • বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি উখিয়া উপজেলা শাখার সম্মেলন সম্পন্ন নতুন কমিটি গঠন

               প্রেস বিজ্ঞপ্তি॥ কক্সবাজারের উখিয়া উপজেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন সম্পন্ন হয়েছে। উখিয়া উপজেলা ...

    কোস্ট গার্ড মহাপরিচালকের টেকনাফ- মিয়ানমার সীমান্ত পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ 

             প্রতিনিধি। বাংলাদেশ কোস্ট গার্ডের  মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজারের টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত ...

    চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি, আটকে গেলেন পুলিশের জালে!

             মনছুর আলম মুন্না (৩৫)। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ  বড়পিলের গর্জনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে। সাংবাদিকুতার ...

    উখিয়ায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

             বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় থাইল্যান্ড ভিত্তিক সংগঠন “ধাম্মাকায়া” কর্তৃক ...