গত ১৪ মার্চ-২০২৪ ইং তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে “রাখাল চন্দ্র দে” নামে একটি আইডি থেকে “ছৈয়দ করিম চৌধুরী” এর বিরুদ্ধে অর্থ্যাৎ আমার বিরুদ্ধে পরপর দুইটি মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট পোস্ট দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্যোপ্রণোদিত পোস্ট ছাড়া আর কিছুই নয়। এই পোস্ট টি দেখে আমি মর্মাহত। অথচ আমি রোজা রেখে ঐ দিন নিজের কর্মস্থলে ব্যস্ত ছিলাম। এলাকায় সমাজিক ভাবে আমার একটি মানসম্মান রয়েছে। মূলত এলাকার কিছু কুচক্রী মহল এলাকার চিহ্নিত মাদকাসক্ত “রাখাল চন্দ্র দে” কে দিয়ে। আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য উঠেপড়ে লেগেছে।
“রাখাল চন্দ্র দে” এর ফেসবুক আইডিতে আমার বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্র মূলক পোস্ট টির জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমার বিরুদ্ধে এইরকম মিথ্যা অপপ্রচার চালালে আমি যে কোন মূহুর্তে আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিবো।
উক্ত মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী:
ছৈয়দ করিম চৌধুরী, পিতা. মৃত আব্দুল আজিজ চৌধুরী, রাজাপালং ইউনিয়ন ৩নং ওয়ার্ড হরিণমারা, উখিয়া, কক্সবাজার।
পাঠকের মতামত