প্রকাশিত:
মার্চ ৫, ২০২৪ ৩:৩৭ পিএম
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ায় মাটি কাটার সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। এসময় কাউকে আটক করতে পারেনি।মঙ্গলবার(৫ মার্চ)সকাল ১১টার সময় উখিয়ার হাতি মোড়া (কিল্লামোড়া) নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে ছিলেন উখিয়া সদর বিট কর্মকর্তা ইমদাদুল হাসান, দোছড়ি বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান থাইংখালী বিট কমকর্তা বিকাশ দাশ।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করেন।প্রকৃত আসামীর বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
#####
পাঠকের মতামত