ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে ...
কক্সবাজার প্রতিনিধি :
মানবাধিকার সংগঠনের নামে ভুঁইফোড় কেউ কার্ড দেখিয়ে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
তিনি সোমবার (৪ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সদস্যগণ ও জেলার সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
পাশাপাশি মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কিছু ঘটলে সবাইকে যার যার অবস্থান থেকে প্রতিবাদী হওয়ার আহ্বান জানান তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: সেলিম রেজা , জাতীয় মানবাধিকার কমিশনের সচিব সেবাষ্টিন মারমা সহ কক্সবাজার সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত