কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে লবণ বোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়াও অটোরিকশার চালক ও এক যাত্রীসহ দুইজন আহত হয়েছে। ওই ট্রাক চালককে ধরে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছে।
সোমবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় খুরুশকুল-চৌফলদন্ডী আন্তঃসড়কের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বায়ু-বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।
নিহত মনির আহমদ (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।
তবে আহত অটোরিকশার চালক ও যাত্রীর তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করতে পারেননি বলে জানান পুলিশ।
স্থানীয়দের বরাতে রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখী অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত এবং দুইজন আহত হয়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় ট্রাক চালককে স্থানীয়রা ধরে ফেলে এবং আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।
ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। স্থানীয়রা ট্রাক চালককে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান রকিবুজ্জামান।
পাঠকের মতামত