ফের বাংলাদেশে অনুপ্রেবেশকালে ৩০শিশুসহ ৩৮রোহিঙ্গা উদ্ধার
মিয়ানমার থেকে পালিয়ে সাগরপথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে অনুপ্রবেশকালে ৩০শিশুসহ ৩৮জন রোহিঙ্গা নাগরিককে ...
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে অবৈধ করাত কল ও গোলকাঠ জব্দ করেছে প্রশাসন।এসময় ১টি অবৈধ করাত কলের সরঞ্জাম ও বিশ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়।রোববার(৩ মার্চ)বিকাল সাড়ে চারটার দিকে উখিয়ার হলদিয়া বিটের আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া সহকারী কমিশনার ভুমি ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) সালেহ আহমেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, হলদিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম,দৌছড়ী বিট কর্মকর্তা মো:সাজ্জাদুজ্জামান, উখিয়া সদর বিট কর্মকর্তা, এমদাদুল হাসান রনি, থ্যাংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বনকর্মীরা।এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন পাশাপাশি অবৈধভাবে গড়ে উঠা, করাতকল/স’মিল উচ্ছেদ অভিযান নিয়মিত চলমান থাকবে।
#####
পাঠকের মতামত