ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ২, ২০২৪ ৯:৫৮ পিএম

 

প্রতিনিধি।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের জায়গা জোরপুর্বক দখল করে স্থাপনা নির্মান করার অভিযোগ উঠেছে স্থানীয় দফাদার আমিনুল হকের বিরুদ্ধে।এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগে ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আদনান চৌধুরী দখল কৃত স্থাপনা উচ্ছেদ করেন।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা কাঞ্জরপাড়া মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, কবরস্থানে জায়গায় মৃত ব্যক্তিরা থাকে ,জীবন্ত মানুষ থাকতে পারে না৷ কানজর পাড়া কেন্দ্রীয় কবরস্থানের জমি’ অবৈধ দখলদারদের হাত থেকে মুক্তি চাই (মৌজা মধ্য হ্নিলা)RS ২১০৫ দাগের, বিএস খতিয়ান নং ০১,বিএস দাগ ২১৮৪ কবরস্থানের ৩.৬৫ শতক জায়গায় প্রভাবশালী দফাদার আমিনুল হক ও নুরুল ইসলাম গংদের হাত থেকে আমরা কবরস্থানের জায়গা উদ্ধার চায়,দলিল যার জমি তার,সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি ৷

স্থানীয় মুসল্লী মোহাম্মদ ইসমাইল বলেন, মসজিদের ৯ কানি জমি দফাদার আমিন গং সমাজের ৮০০ মানুষের কথা না মেনে অবৈধ টাকার প্রভাব অবৈধ ভাবে দখল করতেছে৷

উল্লেখ্য মসজিদের জায়গায় অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ অপসারণের জন্য গত ৫ ফেব্রুয়ারী ২০২৪ইং তারিখে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আদনান চৌধুরীর এক নোটিশে ৭ দিনের মধ্যে অবৈধ দখল অপসারণ করার নির্দেশ দিলেও দফাদার নুরুল আমিন তার কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।পরে স্থানীয়দের সহযোগিতায় কবর স্থানের ৩ একর ৬৫ শতক জায়গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সরজমিনে এসে উচ্ছেদ অভিযান চালায়।

এদিকে গ্রামবাসীর প্রত্যাশা মসজিদের জায়গায় যেন কোন ধরনের অবৈধ স্থাপনা না থাকে, পাশাপাশি প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তারা৷

কাঞ্জরপাড়া কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুস শাকুর কোম্পানি, মসজিদ ও সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বলেন, টেকনাফ উপজেল নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, সার্ভেয়ার মো.দেলোয়ার হোসেন ও ভুমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা মিজবাহ উদ্দিনের সহযোগিতায় এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছে। এ অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান মহল্লাবাসী।

এবিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী সাংবাদিকদের জানান, অবৈধভাবে কবরস্থান দখল করে স্থাপনা নির্মাণ করে এমন সংবাদ পাওয়ার পর এই স্থাপনা উচ্ছেদ করতে অভিযানে আসি।এ জায়গাটি অবৈধ ভাবে দখল করে আসছিল হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের দফাদার আমিনুল হক।

সে সময় চাওয়ার পরিপ্রেক্ষিত তাকে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এই স্থাপনা গুলো নিজ উদ্যোগে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি সে তা বাস্তবায়ন না করে সরকারি আইন মোতাবেক তার বিরুদ্ধে যথাযত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।এবং শাস্তির সে অঙ্গিকারনামায় স্বাক্ষর করেছেন।

পাঠকের মতামত

  • অনুমোদনহীন বেকারিতে সয়লাব উখিয়া
  • কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে অভিযান, অনুমোদনহীন হকার উচ্ছেদ, অর্থদণ্ড
  • কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে অভিযান, অনুমোদনহীন হকার উচ্ছেদ, অর্থদণ্ড
  • উখিয়ায় যৌথ অভিযানে ৮হাজার ঘনফুট বালি জব্দ:দুইটি ড্রেজার মেশিন
  • টেকনাফে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে হত্যার অভিযোগ
  • সেন্টমার্টিনদ্বীপে ৩ রিসোর্টে আগুন: প্রাথমিক ক্ষতি ৬ কোটি টাকা,৫ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক
  • উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার
  • রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত:ডাম্পার ও চালক আটক
  • এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার
  • অস্বাস্থ্যকর খাবারে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অনুমোদনহীন বেকারিতে সয়লাব উখিয়া

             রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ায় ভোক্তাদের চাহিদা মেটাতে উপজেলার বিভিন্ন স্টেশন ও রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের ভিতরে গড়ে ...

    কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে অভিযান, অনুমোদনহীন হকার উচ্ছেদ, অর্থদণ্ড

             কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ...

    কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে অভিযান, অনুমোদনহীন হকার উচ্ছেদ, অর্থদণ্ড

             কক্সবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রয় বন্ধে শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ...

    উখিয়ায় যৌথ অভিযানে ৮হাজার ঘনফুট বালি জব্দ:দুইটি ড্রেজার মেশিন

             নিজস্ব প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা নামক এলাকা ও থাইংখালী খালে যৌথ অভিযান পরিচালনা ...

    টেকনাফে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধে এক যুবককে হত্যার অভিযোগ

             নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের টেকনাফে পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নুরুল ইসলাম ( রাশেদ) নামে ...

    সেন্টমার্টিনদ্বীপে ৩ রিসোর্টে আগুন: প্রাথমিক ক্ষতি ৬ কোটি টাকা,৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

               কক্সবাজারের সেন্টমার্টিনদ্বীপে ৩ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে রিসোর্ট গুলোর প্রাথমিক ক্ষতি ৬ কোটি ...

    চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

             কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ...

    উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার

             নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে  ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর ...