ডেস্ক নিউজ
প্রকাশিত: মার্চ ২, ২০২৪ ৭:৩০ পিএম

 

জেলা প্রতিনিধি,কক্সবাজার

অবৈধ কার্যকলাপ ও পর্যটকদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটের অভিযোগে কক্সবাজার শহরের কলাতলীর সাইনবোর্ডহীন ৩টি কটেজ থেকে ২৫ জন নারী-পুরুষকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

শুক্রবার (১মার্চ) গভীর রাতে কলাতলী হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার তিনটি কটেজে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী।

আটককৃতরা, কক্সবাজারের মহেশখালী, ঈদগাঁও,সাতকানিয়া, লক্ষীপুরের বাসিন্দা।

শনিবার (২মার্চ) দুপুরে টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান,একটি দালাল চক্র বিভিন্ন কৌশলে পর্যটকদের কটেজ জোনের বিভিন্ন রুমে নিয়ে যায়। পরে অসামাজিক কার্যকলাপে জড়িত নারীদের দিয়ে ভিডিও করে তাদের ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেয়। এসব কাজ বাড়তে বাড়তে এখন অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে কটেজ জোন। সেখানে মাদকের ছড়াছড়িও হয়েছে।

আটকরা নারীরা বোরকা পরে সমুদ্র সৈকত থেকে পর্যটকদের রুমে নিয়ে যায়।পরে তাদের কাছে থাকা টাকা মূল্যবান জিনিসপত্র লুট করা করে নেন। আটকদের মধ্যে অনেকেই ভূয়া ভূয়া কাবিননামা তৈরি করেস্বামী স্ত্রী পরিচয়ে হোটেল উঠেন। স্বামী পাহারায় থেকে স্ত্রী অন্য পুরুষের সাথে থাকেন।পরে এসব অপরাধ করে থাকেন।

পুলিশের এই কর্মকর্তা আর জানান আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

সাবেক এমপি জাফরসহ ৯৫ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে পেকুয়া থানায় মামলা

         মুকুল কান্তি দাশ, চকরিয়া.. কক্সবাজারের পেকুয়ায় চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলমসহ ৩৫ জনের নাম ...

প্রথমবারের মত উপ-উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়

         সাঈদ পান্থ, বরিশাল প্রথমবারের মত উপ-উপাচার্য (প্রো-ভিসি) পেল বরিশাল বিশ্ববিদ্যালয়। তিনি ইনস্টিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার ...

তিন পার্বত্য জেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা না থাকায় উন্নয়ন কাজে বন্ধ্যাত্ব বিরাজ করছে

           নির্মল বড়ুয়া মিলন :: তিন পার্বত্য জেলা (রাঙামাটি খাগড়াছড়ি, বান্দরবান) পরিষদ পরিচালনার জন্য এসব ...