চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক
কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ...
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া ঘোল পুকুর নামক পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। পরবর্তীতে পুকুরে গোসলরত অপরাপর বাচ্চারা আশপাশের লোকজনকে জানালে স্থানীয় লোকজন পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে।
নিহতারা হলেন,উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মহেশখালিয়াপাড়ার শামসুল আলমের শিশু কন্যা রিয়া মনি (১২) ও একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড,পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত মোহাম্মদ শুক্কুরের শিশু কন্যা তাসলিমা (১২) (রোহিঙ্গা)।
টেকনাফ থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,স্থানীয় লোকজনের সহাতায় দুই কন্যা শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত