প্রকাশিত:
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৯:৪৭ পিএম
, আপডেট:
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৯:৪৯ পিএম
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন।গ্রেফতারকৃত হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার পশ্চিম গুদারবিল গ্রামের আব্দুল গফুর এর ছেলে ওমর ফারুক (২৮)।ধৃত আসামীকে কক্সবাজার জেল হাজতে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।
রোববার রাতে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১ ব্লকের সামনে এ অভিযান চালানো হয়।
এ ব্যাপারে নৌকারমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপারমোঃ অহিদুর রহমান
সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন ধৃত আসামীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে উখিয়া থানায় ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা রুজু করা হয়েছে।যার মামলা নং-৫৮, তারিখ-২৫/০২/২০২৪।
#####
পাঠকের মতামত