ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৭:২৩ পিএম

প্রতিনিধি।কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। ডলফিনটি ৬ ফিট লম্বা এবং প্রায় ১২০ কেজি ওজনের।

রোববার (২৫ ফেব্রুয়ারী) সকালে মৃত ইরাবতী ডলফিনটি ভেসে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম। তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি বিচে ৬ ফিট লম্বা, প্রায় ১২০ কেজি ওজনের একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। ডলফিনটিতে তেমন কোন আঘাতের চিহ্ন না থাকলেও পেছনের পাকনায় সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউট মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা করছে জানিয়ে এই বিজ্ঞানী বলেন, আমরা মৃত্যুর কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। মৃত ডলফিনটি সম্পর্কে বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তাদের জিম্মায় এটাকে পুঁতে ফেলা হবে।

এছাড়া ডলফিনের পাশাপাশি টেকনাফের হাজমপাড়া ও কক্সবাজারের দরিয়ানগর সমুদ্র সৈকতে ভসে আসে ৪টি মৃত মা কাছিম। কাছিমগুলো অলিভ রিডলি প্রজাতির।

এর আগে ১৬ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের কক্সবাজার শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে সোনারপাড়া সৈকতে ও ২৬ কিমি দক্ষিণে পাটুয়ারটেক সৈকতে মৃত দুটো ডলফিন ভেসে আসে। এর আগে ১৭ ফেব্রুয়ারি কক্সবাজার শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে হিমছড়ি সৈকতে একটি ডলফিন ও তার আগেরদিন শহরের সুগন্ধা পয়েন্ট সৈকতে একটি পরপইস এর মৃতদেহ ভেসে এসেছিল।

২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন, পরপইস ও সামুদ্রিক কচ্ছপ সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গ–প্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়–বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।

চলতি মৌসুমে কক্সবাজার শহর, রামু, উখিয়া, টেকনাফ, সেন্টমার্টিন ও সোনাদিয়া সৈকতে অন্তত ৮৫টি মরা সামুদ্রিক কচ্ছপ ভেসে আসে বলে জানান সমুদ্রবিজ্ঞানীরা।

কিন্তু কী কারণে হঠাৎ করে কক্সবাজার বঙ্গোপসাগরে ডলফিন, পরপরইসসহ এত সংরক্ষিত প্রাণী মারা যাচ্ছে তা বিজ্ঞানীদের কাছে এখনও পরিষ্কার নয়। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ।

তিনি বলেন, ইতোমধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধানে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাণীগুলোর আবাসস্থলে কোনো বড় ধরনের সমস্যা হয়েছে কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে।

পাঠকের মতামত

  • পেকুয়ায় হামলায় মেডিকেল অফিসার সহ আহত-২
  • কোস্ট গার্ড মহাপরিচালকের টেকনাফ- মিয়ানমার সীমান্ত পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ 
  • চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি, আটকে গেলেন পুলিশের জালে!
  • টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • উখিয়ায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • হলদিয়ায় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • উখিয়ায় আসছেন সাঈদী পুত্র শামীম সাঈদী
  • রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে নিহত দুই রোহিঙ্গার পরিচয় শনাক্ত
  • চকরিয়ায় ৫ চার্চের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
  • প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
  • কোস্ট গার্ড মহাপরিচালকের টেকনাফ- মিয়ানমার সীমান্ত পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ 

             প্রতিনিধি। বাংলাদেশ কোস্ট গার্ডের  মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজারের টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত ...

    চকরিয়া থানার ওসির কাছে চাঁদা দাবি, আটকে গেলেন পুলিশের জালে!

             মনছুর আলম মুন্না (৩৫)। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ  বড়পিলের গর্জনিয়া এলাকার আব্দুস সালামের ছেলে। সাংবাদিকুতার ...

    উখিয়ায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

             বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতার অংশ হিসেবে সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়ায় থাইল্যান্ড ভিত্তিক সংগঠন “ধাম্মাকায়া” কর্তৃক ...

    হলদিয়ায় ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

              উখিয়ায় বৃহত্তর হলদিয়া পালং ইমাম ও উলামা পরিষদের কেন্দ্রীয় কাউন্সিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ...

    রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডে নিহত দুই রোহিঙ্গার পরিচয় শনাক্ত

             কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিয়ন্ত্রণে ...