শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়া দুইটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে উখিয়ার বালুখালী ১০ নাম্বার ও থাইংখালী হাকিম পাড়া ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়া বালুখালী ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত হামিদ হোসেনের ছেলে আমির হোসেন (২৩) ও থাইংখালী হাকিম পাড়া ১৪ নাম্বার ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসনের ছেলে আরিফ হোসেন (২৬)।
এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার ফজলে রাব্বী। তিনি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ দুইটি ক্যাম্পে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই সন্ত্রাসীকে আটক করা হয়। তাদের হেফাজত হতে ২ (দুই) টি ওয়ান শুটারগান ও ৪ (চার) রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আটক দুই রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
###
পাঠকের মতামত