শহিদুল ইসলাম ।
কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৩ টি রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় দুই হাজার ১শ৪০জন নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছেন।এর মধ্যে নতুন ১৫২৭জন।বাকী ৬১৭জন ভাসানচর থেকে বেড়াতে আসেন ৬১৭ জন। আজ বুধবার দুপুর ১টার দিকে নৌবাহিনীর একটি জাহাজে ভাসানচরে উদ্দেশে রওনা দিবেন বলে নাম না প্রকাশ করার শর্তে এ কথা বলেছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠ থেকে নিরাপত্তার মধ্যে তাদেরকে ভাসানচরে পাঠানো হয়। এ বিষয়টি নিশ্চিত করেন—১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি বলেন, উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ২৩তম ধাপে ভাসানচরের উদ্দেশে যাওয়া রোহিঙ্গাদের প্রথমে উখিয়া ডিগ্রী কলেজ মাঠে নিয়ে আসা হয়। তার মধ্যে নতুন ছিল ১৫২৭ জন ও ভাসানচর থেকে আত্মীয়-স্বজনের কাছে বেড়াতে আসা ৬১৭ জন। সব মিলিয়ে ২ হাজার ১৪৪ জন রোহিঙ্গাকে নোয়াখালী ভাসানচরের উদ্দেশে পাঠানো হয়েছে।
কক্সাবাজার শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে এবার সহ ২৩ ধাপে ৯ হাজার ৭৬ পরিবারের সর্বমোট ৩৫ হাজার ৬৩২ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত হলো।
পাঠকের মতামত