পেকুয়ায় বৃহত্তর তাফসির মাহফিলে লাখো লাখো মানুষের ঢল
রেজাউল করিম রেজা,পেকুয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ...
প্রতিনিধি।
চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলায় ইউনুসের গরুর খামার থেকে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে পাঁচ যুবক ধরা পড়েছে। গণপিটুনি শেষে তাদের তুলে দেওয়া হয়েছে চকরিয়া থানা পুলিশের কাছে।
পরে আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ১ নম্বর ওয়ার্ড ঈদমনি এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, জরুরি সেবা ৯৯৯ এর কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জন যুবককে মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তাদের চিকিৎসা চলছে। বিষয়টি নিয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠকের মতামত