সাইফুদ্দীন আল মোবারক, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
মিয়ানমারের সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত চলমান রয়েছে । প্রতিদিনই সেখানে গোলাগুলির ঘটনা ঘটছে । এরই প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে। এমন পরিস্থিতিতে কোণঠাসা হয়ে একেরপর এক বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের সৈন্যরা। এপর্যন্ত ৩৩০ জন বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে।
জানা গেছে,বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে আসা ১০০ জন বিজিপি সদস্যকে মিয়ানমারে ফেরতের উদ্দেশ্যে টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসা হয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে তাদেরকে টেকনাফে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার শুরু করা হয়।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি’র কর্মকর্তা মেজর শহীদুল ইসলাম।
গতকাল টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে প্রবেশিত ৬৪ জন বিজিপি সদস্য টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে। আজও তুমব্রু থেকে মিয়ানমারে ফেরতের উদ্দেশ্যে নিয়ে আসা ১০০ বিজিপি সদস্যদের হ্নীলার ওই বিদ্যালয়ে রাখা হবে। সর্বমোট হ্নীলার ওই উচ্চ বিদ্যালয়ে ১৬৪ জন বিজিপি সদস্যকে আশ্রয় দেয়া হযেছে বলে জানা গেছে।
পাঠকের মতামত