- গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী।
মহেশখালী থানা পুলিশের অভিযানে পুলিশ অ্যাসল্ মামলার আসামী ইউসুফ আলী(৪৮) ১টি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায়-মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ০৭ ফেব্রুয়ারী রাতে মহেশখালী থানা পুলিশের রাত্রিকালীন মোবাইল টিম ও বিশেষ অভিযান টিম এস আই অপুদে এর নেতৃত্বে সঙ্গী ফোর্স সহ অভিযান পরিচালনা করে।
এই সময় রাত অনুমান ০০.২৫ ঘটিকার সময় ইউসুফ আলী ৪৮ পিতা মৃত ওমর আলী মাতা দিলদার বেগম সাং দিনেশপুর, ৯ নং ওয়ার্ড শাপলাপুর ইউপি ,থানা- মহেশখালী, কক্সবাজার কে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি)সহ গ্রেপ্তার করা হয়।
উক্ত বিষয় মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবত্তী অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন-
গ্রেপ্তারকৃত আসামী ইউসুফ আলী(৪৮)বিরুদ্ধে পূর্বের অস্ত্র মামলা, খুন, খুনসহ ডাকাতি, পুলিশ অ্যাসল্ট সহ আরো একাধিক মামলা রহিয়াছে।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তারের বিষয়ে মহেশখালী থানায় ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পাঠকের মতামত