পেকুয়ায় হামলায় মেডিকেল অফিসার সহ আহত-২
রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি কক্সবাজারের পেকুয়ায় হামলায় অবসরপ্রাপ্ত উপসহকারী মেডিকেল অফিসারসহ দুইজন আহত ...
প্রতিনিধি।
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য তাদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ক্যাম্প থেকে কক্সবাজার আনা হয়।
রোববার (০৪ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা এম্বুলেন্সে করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের নাম জা নি মং (Za Ni Moung) এবং নিম লাইন কিং (Nim Hline Khine)।
আরও বেশ কয়েকজনকে কুতুপালং এর এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মিয়ানমারের অভ্যন্তরে চলা তুমুল সংঘর্ষে আরাকান আর্মির সাথে টিকতে না পেরে এখন পর্যন্ত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ- বিজিপির ৫৬ সদস্য বাংলাদেশে আশ্রয়ে এসেছে। যাদের অস্ত্র জমা নিয়ে বিজিবি ক্যাম্পে আটক রাখা হয়।
পাঠকের মতামত