ডেস্ক নিউজ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:২০ পিএম

 

কক্সবাজার প্রতিনিধি :
প্রতিদিন চা খায় কিন্তু বিল দেয় না একদল কিশোর গ্যাং। প্রতিদিনের ন্যায় আজকেও চা খেয়ে বিল না দিয়ে চলে যাচ্ছিলো তারা। দোকানি চায়ের টাকা চায়লে দোকানিকে ছুরিকাঘাত করে ওই কিশোরের দল। দোকানির চিৎকারের আওয়াজ শোনে এগিয়ে এসে প্রতিবাদ করে আলাউদ্দিন (১৫)। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে ওই কিশোর গ্যাংয়ের দল আলাউদ্দিনকে খুন করে । কিশোর আলাউদ্দিন সম্পর্কে ওই দোকানির নাতি হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌরসভার সমিতি পাড়ায় ঘটে যাওয়া খুনের ঘটনাটি এভাবেই বর্ণনা দিয়েছে ওই দোকানি। আলাউদ্দিন সমিতি পাড়ার বাসিন্দা মো.ইমরানের ছেলে।

কুতুবদিয়া পাড়ার ফজলের নেতৃত্বে,আবুল হাসান,মুবিন, মেহেদি সংঘবদ্ধভাবে আলাউদ্দিনকে হত্যা করে। স্থানীয়রা জানান, আলাউদ্দিন মুদির দোকান করে পরিবার চালাতো।

ওই দোকানি মহিলা জানান, প্রতিদিন তারা এসে চা খেয়ে টাকা না দিয়ে চলে যায়। আজকেও টাকা না দিয়ে চলে যেতে চায়লে আমি এই বিষয়ে তাদের সাথে কথা কাটাকাটি করি। এতে তারা প্রথমে আমাকে ছুরিকাহত করে। পরে আমার চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনতে পেয়ে আমার নাতি আলাউদ্দিন এসে প্রতিবাদ করলে তাকে খুন করে পালিয়ে যায়।

নিহতের বাবা ইমরান হোসেন জানান, কুতুবদিয়া পাড়ার ফজল করিম,আবুল হোসেন,মুবিন মেহেদি এই চারজন আমার ছেলেকে ছুরিকাহত করে মেরে ফেলে।

নিহতের চাচা জানান, এই ছেলেরা ইভটিজার,নেশাখোর। আমার ভাতিজার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় আমাকেও মারার হুমকি দিচ্ছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় মুবিন নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।

পাঠকের মতামত

চকরিয়ায় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

         কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক ...

উখিয়া ও টেকনাফে পৃথক ঘটনায় এনজিও কর্মী সহ দুটি লাশ উদ্ধার

         নিজস্ব প্রতিবেদক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে  ডাম্পার (গাড়ি) ধাক্কায় এক নারী এনজিও কর্মী নিহত।অপর ...

রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত:ডাম্পার ও চালক আটক

         নিজস্ব প্রতিনিধি। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সড়ক দুর্ঘটনায় এক এনজিও কর্মী নিহত হয়েছেন। ক্যাম্প ...

উখিয়ায় বিপিজেএফ'র পরিচিত পর্ব ও প্রথম সভায় বক্তারা পেশাদারিত্ব নিয়ে সাংবাদিকতা করার আহবান

         বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) এর সদ্য গঠিত উখিয়া উপজেলা শাখার পরিচিত পর্ব ও প্রথম ...