কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।এসময় খাদ্য সামগ্রী উৎপাদন ও বিপণন করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকার জরিমানা করা হয়।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন সোনার পাড়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাবার তৈরি এবং বিপপন করায় দায়ে শাহ মজিদিয়া বেকারিকে ২৫ হাজার, শাহ জব্বারিয়া বেকারিকে ২০ হাজার ও মুদির দোকানে মূল্য তালিকা টাঙ্গিয়ে না দেয়ায় মন্জুর স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে , নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন নিশ্চিত সহ দ্রব্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার আইনের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। এ সময় উপজেলা সেনেটারি কর্মকর্তা ও নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের স্টাফ গণ উপস্থিত ছিলেন ।
পাঠকের মতামত