ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৯, ২০২৪ ১১:২১ পিএম

শহিদুল ইসলাম.

কক্সবাজারের টেকনাফ উপজেলার মির্জার জোড়া পয়েন্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২কেজি ১শ ৮গ্রাম আইস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা  পালিয়ে যায়।রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সোমবার(২৯ জানুয়ারী)এ অভিযান চালানো হয়।

এ ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন  চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

সুত্র জানায়,২৯জানুয়ারি ভোররাত ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন টেকনাফ বিওপির বিআরএম-৭ হতে প্রায় ৪শ গজ দক্ষিণে মির্জার জোড়া এলাকা দিয়ে মায়ানমার হতে মাদকের বড় চালান বাংলাদেশে আসার গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল গিয়ে কেওড়া বাগানের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল ১জন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি প্লাস্টিকের ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে প্রায় ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে আসতে দেখে। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি টহলদল তাকে চ্যালেঞ্জ করলে টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে দিয়ে রাতের অন্ধকারে ‌দ্রুত দৌড়ে কেওড়া বাগানের ভিতর পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে গিয়ে তল্লাশী চালিয়ে চোরাকারবারীর ফেলে যাওয়া ১টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ২.১০৮ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করতে সক্ষম হয়।

####

পাঠকের মতামত

টেকনাফে পাহাড় থেকে ১৯জন বনকর্মীকে অপহরণ

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের পাহাড়ে কাজ করতে যাওয়া ১৯বনকর্মীকে অপহরণ করেছেন পাহড়ী সন্ত্রাসীরা। ...

টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) সীমান্তের মাদক নিমূল, দালালচক্র দমন করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ...

• জড়িত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা • গুদাম সিলগালা • মাস্টার রোল ও ভিজিডি কার্ড জব্দ ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে!

         বিগত বছরের চাল চলতি বছরেও না দেয়া, চলতি বছরের চাল বিতরণে সুক্ষ্ম কারচুপি ও বিক্রির ...

সাগর পথে মালয়েশিয়াগামী ৬৬জন রোহিঙ্গা উদ্ধার,পাঁচ দালাল আটক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ...