ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৮, ২০২৪ ৬:১৫ পিএম

শহিদুল ইসলাম:
কক্সবাজারের উখিয়ার সীমান্ত পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)র মহাপরিচালক
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।এসময় তিনি সকলের সাথে কৌশল বিনিময় করেন।এরপর মিয়ানমারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

রবিবার(২৮জানুয়ারী)দুপুরে উখিয়ার আন্জুমান পাড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।

গতকাল রাত পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন জায়গায় নয়টি গোলা এসে পড়ে।এরপর থেকে সীমান্ত এলাকায় বসবাসকারী লোকজনের মাঝে আতংক দেখা দিয়েছে।গত কয়দিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের কাছাকাছি আরাকান আর্মি ও বিজিপি সেনাবাহিনীর মধ‍্যে ব্যাপক সংঘর্ষ চলছে।এতে হতাহত হচ্ছে অনেকেই।উখিয়া ও টেকনাফের দুই সীমান্ত ইউনিয়ন হোয়াইক্যং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভারী মর্টার শেল ও গুলির শব্দ শুনা যাচ্ছে। মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী গ্রামবাসীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, গতকাল (২৭ জানুয়ারি) আমি নিজেও গুলির আওয়াজ শুনেছি। আমার এলাকার একটি ঘরেও গুলি এসে পড়েছে। আমরা খবরাখবর নিয়েছি। সীমান্ত এলাকার মানুষজন এখন অনেক আতঙ্কে আছে।

সীমান্তবর্তী এলাকার লোকজন বলেছেন সন্ধ্যার পর থেকে ব্যাপক গোলাগুলি ও বিকট আওয়াজ শুনতে পায়।ছোট বাচ্চারা ভয় ঘুমাতে পারে না।শুনেছি সীমান্তের ও ওপারে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন জড়ো হচ্ছে।

এ ব্যাপারে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নে চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন গতকালের তুলনায়(আজ)কম।তবে মিয়ানমারের অভ্যন্তরের হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে।

টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন বলেন, প্রতিবেশী দেশটিতে দীর্ঘদিন ধরে সংঘাত চলমান থাকায় মিয়ানমার সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার আছে এবং এখন সীমান্তের কাছাকাছি সংঘর্ষ চলছে বলে তা আরও জোরদার করা হয়েছে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেছেন মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘাত বন্ধ করে অস্ত্রবিরতির জন্য চীন মধ্যস্থতা করছে। রাখাইনে অস্ত্রবিরতি প্রতিষ্ঠা হলে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবার আলোচনার পথ সুগম হবে।

৩৪ বিজিবির অধিনায়ক কর্নেল সাইফুল ইসলাম মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন বলেন, গুলাগুলির খবর শুনার পর থেকেই ইউএনও টেকনাফ এবং টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবরাখবর নিচ্ছেন। এছাড়া বিজিবির বাড়তি নজরদারি সেখানে জোরদার করা হয়েছে।

দুপুর দেড়টার দিকে উখিয়ার সীমান্ত এলাকা ত্যাগ করে টেকনাফের উদ্দেশ্য রওনা দেন।

#####

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

         গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে শীতের দোকানে চলছে কাপড় বেচা-কেনা

         কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে ওঠা শীতের দোকানে চলছে কাপড়ের বেচা-কেনা।এতে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

         বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা ...

সেন্টমার্টিনে পরিচ্ছন্ন অভিযানে ১২০০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

         দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় দুইদিনব্যাপ পরিচ্ছন্নতা অভিযান করছেন ...

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...