শহিদুল ইসলামঃ
কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা-অস্ত্র-কার্তুজসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।এসময় তাঁদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি অস্ত্র,১০ হাজার পিস ইয়াবা,৭ রাউন্ড গুলি,নগদ টাকা ও দুইটি মোবাইল সেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত হলো বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামের জহির মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৫)ও উখিয়ার কুতুপালং রেজিষ্ট্রার ক্যাম্পের বাসিন্দা জাফর আহমদের ছেলে মোঃ ইসলাম (৪০)।ধৃত দুইজনকে বৃহস্পতিবার সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
সন্ধ্যায় পাঠানো এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়।
বুধবার(২৪ জানুয়ারি)সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো বলেন ধৃত আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং জব্দকৃত দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য কক্সবাজারের বিভিন্ন এলাকা হতে গোপনে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতিকারীদের নিকট নিয়মিত বিক্রয় করত।
#####
পাঠকের মতামত