ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ২৫, ২০২৪ ৮:১০ পিএম

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জি-মরফিন উদ্ধার করা হয়েছে। এসময় পাচারের অভিযোগে এক মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার (২৪ জানুয়ারি) পৌনে ১০ টায় এই অভিযান চালানো হয়। আটক মাদক কারবারি সাবরাং হারিয়াখালীর মৃত আমির হোসেনের পুত্র রবিউল হাসান (২১)।

র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় কতিপয় মাদক ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় একজন মাদক কারবারীকে আটক করা হয়। এসময় আরো এক মাদক কারবারী কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ ও তার দেখানো মতে পলাতক আসামীর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশি করে সর্বমোট ৫২৪টি খয়েরী রংয়ের কাঁচের এম্পুল উদ্ধার করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায় আটক ব্যক্তি ও পলাতক আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য জি-মরফিন অভিনব পন্থায় সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশী দামে বিক্রয় করে থাকে।

উদ্ধারকৃত আলামতসহ আটক ও পলাতক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ নেওয়া হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়।

পাঠকের মতামত

টেকনাফে পাহাড় থেকে ১৯জন বনকর্মীকে অপহরণ

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফের পাহাড়ে কাজ করতে যাওয়া ১৯বনকর্মীকে অপহরণ করেছেন পাহড়ী সন্ত্রাসীরা। ...

টেকনাফ সীমান্ত পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) সীমান্তের মাদক নিমূল, দালালচক্র দমন করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ...

• জড়িত ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা • গুদাম সিলগালা • মাস্টার রোল ও ভিজিডি কার্ড জব্দ ভিজিডি চাল আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে!

         বিগত বছরের চাল চলতি বছরেও না দেয়া, চলতি বছরের চাল বিতরণে সুক্ষ্ম কারচুপি ও বিক্রির ...

পর্যটন শিল্পে অসামান্য অবদান রাখায় Best Entrepreneur Award-২০২৪ পেলেন পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম

         গতকাল বিকেলে ৫ ঘটিকায় সেগুনবাগিচা কচিকাচার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর উদ্যোগে ...

সাগর পথে মালয়েশিয়াগামী ৬৬জন রোহিঙ্গা উদ্ধার,পাঁচ দালাল আটক

           আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬৬ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ...

উখিয়ায় মাটিভর্তি ডাম্পার জব্দ

          শহিদুল ইসলাম। কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের চোরাখোলা নামক এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি একটি ...