শহিদুল ইসলাম উখিয়া(কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নে
৯ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৭১৫ টাকা ব্যয়ের ৬ টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।বুধবার বিকালে ৪টি রোড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ২ টি ব্রিজ উদ্বোধন অনুষ্ঠানে করেন উখিয়া-টেকনাফ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার চৌধুরী ও সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।
প্রকল্প গুলো হলো,৯৯ লাখ ৯৭ হাজার ৬৩৩ টাকা ব্যয়ে রুমখাঁ-রুমখাঁ প্রাইমারী স্কুল রোড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন।২ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকা ব্যয়ে নির্মিত ধুরুমখালী-মহাজন পাড়া রোড়ে ব্রিজ এর উদ্বোধন। ৯৪ লাখ ২৬ হাজার ১৮৪ টাকা ব্যয়ে রুমখাঁ নাপিতপাড়া রোড়ের ভিত্তিপ্রস্তর স্থাপন।১ কোটি ৬৭ লাখ ২১ হাজার ৩৮৭ টাকা ব্যয়ে মরিচ্যা রোহিঙ্গা ক্যাম্প বিট অফিস রোড়ের ভিত্তিপ্রস্তর স্হাপন।৮৯ লাখ ৩৭ হাজার ৫১১ টাকা ব্যয়ে পাগলীর জিপিএস-রাবার ড্যাম রোড়ের ভিত্তিপ্রস্তর স্হাপন।
২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত মরিচ্যা জিসি পাগলীরবিল নাইক্ষ্যংছড়ি উপজেলা রোড়ে ব্রিজ এর উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল হুদা, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মো. সালাউদ্দিন ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের মেম্বার বোরহান উদ্দিন প্রমুখ।
এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ।
#####
পাঠকের মতামত