কক্সবাজারের উখিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।বুধবার দুপুরে উখিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উখিয়া-টেকনাফ আসনে নব নির্বাচিত সংসদ সদস্য শাহিনা আকতার চৌধুরী।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি,সহকারী কমিশনার ভুমি সালেহ আহমদ,উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন,উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা বেবি,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।
উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরুল হুদা,পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী,হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ও জালিয়া পালং ইউপি চেয়ারম্যান সৈয়দ আলম প্রমুখ।এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিজিবি,এপিবিএন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে নব নির্বাচিত সংসদ সদস্য শাহিনা আকতারকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।নব নির্বাচিত সংসদ সদস্য শাহিনা আকতার চৌধুরী বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।পাশাপাশি উপজেলা প্রশাসনের সকলকে আন্তরিক অভিনন্দন। উখিয়ার বাকী উন্নয়ন কাজ গুলো শেষ করতে তাগিদ দেন।
পাঠকের মতামত