রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে
মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতার কারনে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে সেদেশ থেকে পণ্য আমদানি ৯০ ভাগ ...
শহিদুল ইসলাম।
কক্সবাজারের উখিয়ায় বনবিভাগ অভিযান চালিয়ে অবৈধকাঠ সহ একটি সমিল উচ্ছেদ করেছে।এসময় বিশ ঘনফুট কাঠ জব্দ করা হয়। গত ১সপ্তাহে তিনটি সমিল ও শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেছে বলে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন।
রবিবার(২১জানুয়ারী)সকাল দশটার দিকে উখিয়ার
কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি উখিয়া সালেহ আহমদ।
এ ব্যাপারে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সত্যতা নিশ্চিত করেন।তিনি আরো বলেন সমিল মালিকের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এসময় সাথে ছিলেন উখিয়া সদর বিট কর্মকর্তা
ইমদাদুল হাসান,ভালুকিয়া বিট কর্মকর্তা সৈয়দ আলম,ও থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ।
####
পাঠকের মতামত