আব্দুস সালাম,টেকনাফ
টেকনাফ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুস সাত্তার।
এ সময় তিনি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সাংসদ ও পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান বদির সাথে পৌরসভার উন্নয়ন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে মতবিনিময় করেন। এর আগে তিনি টেকনাফ পৌরসভায় আগমন উপলক্ষে কার্যালয়ে পৌঁছলে শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় টেকনাফ পৌর মেয়রের পক্ষ থেকে পৌর পরিষদ ও পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় টেকনাফ উপজেলা এলজিইডি এর প্রকৌশলী রবিউল হুসাইন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুহিউদ্দীন ফয়েজী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুরসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত