রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে
মিয়ানমারের রাখাইন রাজ্যের অস্থিরতার কারনে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরে সেদেশ থেকে পণ্য আমদানি ৯০ ভাগ ...
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফের লেদা এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,বুধবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়া এলাকা থেকে শাহাবুদ্দিন প্রকাশ বাবুল (৫০) নামের এক ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়ার মো. হোসেনের ছেলে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুরালি পাড়া এলাকা থেকে পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় শাহাবুদ্দিন প্রকাশ বাবুল নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অপমৃত্যু হয়েছে। মৃতদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
পাঠকের মতামত