সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি)
কক্সবাজার শহরের কলাতলীর সৈকত পাড়ায় বিশাল পাহাড় কাটার ধুম পড়েছে। যে যেভাবে পারছে সাবাড় করছে পাহাড়।পাহাড় কাটার এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হবার পর টনক নড়েছে প্রশাসনের। রোববার (১৪ জানুয়ারি) কক্সবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আসাদ উদ্দিন মোঃ আসিফের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন।
সোমবার (১৫ জানুয়ারি)বিকেল ৩টায় এই স্থানে অভিযান চালিয়েছে প্রশাসন। কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা হয় মাটি কাঁটার সরঞ্জাম। এছাড়া সিলগালা করা হয় এলাকাটি।
কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা নিউজনাও২৪ কে জানান পাহাড় কাঁটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখনে যেসব মাটি কাঁটার সরঞ্জাম ছিলো সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এলাকাটি সিলগালা করা হয়েছে। এরকম অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত