চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু চাঁদাবাজ বদলেছে: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশে দখলদারিত্ব আগের মতোই আছে, চাঁদাবাজিও আগের ...
মুকুল কান্তি দাশ,চকরিয়া..
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনে চকরিয়ায় ইঞ্জিনবগিতে কাটা পড়ে মো. শাহ আলম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধি বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ফজরের নামাজ পড়ে রেললাইন দিয়ে হাঁটার সময় কক্সবাজারগামী একটি ইঞ্জিনবগিতে কাটা পড়ে শাহ আলম নিহত হয়েছেন। তার দুটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শাহ আলম বাকপ্রতিবন্ধি ও পেশায় কাঠমেস্ত্রী ছিলেন ।
চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। লাশের প্রাথমিজ সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত