প্রকাশিত:
জানুয়ারী ১১, ২০২৪ ১১:১৫ এএম
শহিদুল ইসলাম।।
কক্সবাজারের উখিয়ার পাশ্ববর্তী ঘুমধুম পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।এসময় মাদক বহনের অভিযোগে একটি নোহা গাড়ী জব্দ করা হয়।
আটককৃত যুবক হলো টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার আব্দুল গফুরের ছেলে ফয়েজ উদ্দিন( ২১)।ধৃত আসামীকে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়।
বুধবার(১০জানুয়ারী)রাত সাড়ে ১১টার দিকে ঘুমধুম টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক সালা উদ্দিন ও উপ পরিদর্শক পাবেল মল্লিক।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান সত্যতা নিশ্চিত করেন।তিনি আরে বলেন আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। মাদকবিরোধী সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
#####
পাঠকের মতামত