ডেস্ক নিউজ
প্রকাশিত: জানুয়ারী ১০, ২০২৪ ১১:০৮ পিএম

 

নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের স্থানীয় কমিউনিটির নারী সদস্যদের জীবনমান উন্নয়ন ও জীবিকা নির্বাহের লক্ষ্যে হাঁস-মুরগি ও গবাদিপশু লালন পালনের উপর ৭ দিনব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গতকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় “বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ” (বিএনপিএস) এর উদ্যোগে ও ইউএন উইমেনের আর্থিক সহায়তায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত ৭দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

সমাজের পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়ণ এবং সমস্যাপীড়ত নারী-কিশোরীদের প্রতি সহায়তা বৃদ্ধির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত, সহিংসতা প্রতিরোধ, জেন্ডার সমতা বৃদ্ধিতে অবদান রাখতে ও স্থানীয় নারীদের হাঁস-মুরগি এবং গবাদিপশু লালন পালনে দক্ষতা অর্জনের উপর ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি হোয়াইক্যং মডেল পরিষদের চেয়ারম্যানের পক্ষে উদ্বোধন করেন, পরিষদের সচিব মো: নুরুল হুদা।

হাঁস-মুরগি ও গবাদিপশু লালন পালনের উপর আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক আলোচনা করেন, টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মো: এহসানুল হক।

এ সময় তিনি বলেন, স্থানীয়ভাবে নিজেদের বাড়িতে হাঁস-মুরগিসহ নানা ধরণের গবাদিপশু লালন পালন করে আয়বর্ধনে ব্যাপাক ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি পুষ্টির চাহিদাও মেটানো সহজ। তাছাড়া সামাজিক ও অর্থনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ণ করে গড়েতুলা এবং সামাজিক উন্নয়নসহ উদ্যোক্তা তৈরি করতে হবে। তাহলে নারীরা আর পিছিয়ে পড়ে থাকবেনা। নিজেরা আত্মনির্ভরশীল হলে পরিবারে সচ্ছলতা আসবে। তাই তিনি নারী-পুরুষ সকলকে হাঁস-মুরগি ও গবাদিপশু লালন পালনের জন্য আহ্বান করেন।

বিএনপিএস আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে সভাপতিত্ব করেন, প্রজেক্ট কো-অডিনেটর সঞ্চিতা মল্লিক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার মশিউর রহমান।

হাঁস-মুরগি ও গবাদিপশু লালন পালন প্রশিক্ষণ কর্মশালাটিতে “সমতা, সাম্য, মৈত্রী ও শান্তি” (সিবিও) দলের ২৭ জন নারী সদস্য প্রশিক্ষর্ণাথী হিসেবে অংশগ্রহণ করেন। “বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ” (বিএনপিএস) এর পক্ষ থেকে ৭ দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জামায়াতের সহযোগী সম্মেলনে জেলা আমীর আনোয়ারী সন্ত্রাসমুক্ত শান্তির বাংলাদেশ গড়তে ইসলামের বিকল্প নেই

         গত ৫ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশের মানুষ নতুন ...

রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে শীতের দোকানে চলছে কাপড় বেচা-কেনা

         কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে-বাইরে গড়ে ওঠা শীতের দোকানে চলছে কাপড়ের বেচা-কেনা।এতে অনেক রোহিঙ্গা নারী-পুরুষ ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হলে মিয়ানমারে ফিরতে চান রোহিঙ্গারা

         বাস্তুচ্যুত রোহিঙ্গারা শরনার্থী জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হলে তারা ...

সেন্টমার্টিনে পরিচ্ছন্ন অভিযানে ১২০০ কেজি প্লাস্টিক বর্জ্য অপসারণ

         দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন সমুদ্র সৈকতে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় দুইদিনব্যাপ পরিচ্ছন্নতা অভিযান করছেন ...

চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী গ্রেপ্তার

         কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ফজলুল করিম সাঈদীকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায় খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রির দায়ে জরিমানা

         উখিয়ার কোর্টবাজারে খোলাবাজারে বিক্রি হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য। কয়েকটি মুদির দোকানে ...