মুকুল কান্তি দাশ,চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় চিংড়ি ঘের থেকে মোহাম্মদ হোসেন (৫৭) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে চিংড়িজোন খ্যাত সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার সীমান্তবর্তী এলাকার থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।নিহত মোহাম্মদ হোসেন (৫৭) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার আবুল খাইরের ছেলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে চিংড়িজোনখ্যাত রামপুর এলাকায় একটি চিংড়ি ঘেরে মোহাম্মদ হোসেন লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এলাকাটি বেশ দূর্গম হওয়ায় বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশের শরীরে গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদও হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ###
পাঠকের মতামত