নিজস্ব প্রতিনিধি।।
কুতুবদিয়ায় নিজের শেষ নির্বাচনী সমাবেশে হামলার অভিযোগ তুলে শরীফ বাদশা বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে তিনি নির্বাচন বর্জন করবেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) কুতুবদিয়ার উত্তর ধুরুং পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, কক্সবাজার-২ (মহেশখালী- কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী শরীফ বাদশার শেষ নির্বাচনী পথসভা ছিলো।
সে পথসভায় নৌকা প্রার্থীর সমর্থক’রা হামলা চালিয়ে বেশ কয়েক জনকে আহত করার অভিযোগ তুলে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলন করেছে শরীফ বাদশা। এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, মহেশখালী কুতুবদিয়ার স্থানীয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করছে। তারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর (নৌকা) সমর্থকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আগামীকালের (শনিবার) মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো।
পাঠকের মতামত