নিজস্ব প্রতিবেদক ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে উপকূলীয় অঞ্চল কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে ৩ প্লাটুন নৌবাহিনী। তারা সকাল থেকে
টহল শুরু করেছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে টেকনাফে নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার কাজী মোহাম্মদ শোয়াবই-এর নেতৃত্বে টহল দল নির্বাচনীয় এলাকাগুলোতে টহল শুরু করে।
টেকনাফে নির্বাচনী দায়িত্বে থাকা কমান্ডার কাজী মোহাম্মদ শোয়াইব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টেকনাফ-সেন্টমার্টিন সহ উপকূলীয় অঞ্চলে বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্বাচনে সহতায় প্রদান করেন। আমি আশাবাদী সকলের সহযোগিতায় একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন সুস্থভাবে সম্পূর্ণ করতে পারবো। এখানে আমাদের ৩ প্লাটুন নৌবাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।’
এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় সংসদীয় আসনের টেকনাফ-সেন্টমার্টিন নির্বাচনী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহলে নামে নৌবাহিনী । এসব এলাকায় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সাথে সমন্বয় করে টহল কার্যক্রম পরিচালনা করেছে তাঁরা। নৌবাহিনীর এ টীম নির্বাচন শেষ হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।
পাঠকের মতামত