উখিয়ার কোটবাজারে পথ সভায় -নুরুল আমিন সিকদার
উখিয়া-টেকনাফে কালো টাকার ছড়াছড়ি
প্রতিনিধি।।
উখিয়া-টেকনাফ কে মাদকমুক্ত করতে হবে।স্হানীয় শিক্ষিত ছেলে মেয়েদের রোহিঙ্গা ক্যাম্পে চাকুরীর ব্যবস্হা করা হবে।আপনারা আমাকে আগামী ৭ জানুয়ারি লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।ইতিমধ্যে উখিয়া-টেকনাফে কালো টাকার ছড়াছড়ি।
মঙ্গলবার বিকালে উখিয়ার কোটবাজার ষ্টেশনে পথ সভা ও গণসংযোগ কালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জাতীয় পাটির (লাঙ্গল) প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক নুরুল আমিন সিকদার ভূট্রো এ কথা বলেছেন।
এসময় ভোটারদের কাছে ভোট চেয়ে অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো বলেন,লাঙল শান্তির প্রতিক। লাঙল মার্কায় ভোট দিলে উখিয়া-টেকনাফের মানুষ শান্তিতে থাকবে।জাতীয় পার্টি সবসময় দেশের কল্যাণে কাজ করেছে। আমি বিশ্বাস করি আগামী ৭ জানুয়ারি লাঙল মার্কা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করছে। সেনাবাহিনীও মোতায়েন করা হবে আইন—শৃঙ্খলা রক্ষার স্বার্থে। সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত হবে। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট প্রদান করে লাঙল মার্কাকে বিজয়ী করুন।
এসময় বক্তব্য দেন,আলহাজ্ব মোহাম্মদ হাশেম,আয়াস রনি,নুর মোহাম্মদ চৌধুরী,নুরুল হাকিম চৌধুরী,শ্রমিক নেতা শফি ও মোহাম্মদ আলী প্রমুখ।এর আগে উখিয়ার জীপ-মাক্রো বাস সমবায় সমিতির সকল সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নুরুল আমিন সিকদার। এতে বক্তব্য দেন মুজিবুল হক,নুর মোহাম্মদ, ফরিদ ড্রাইভার,ছৈয়দ করিম ভূট্রো, মোহাম্মদ ছিদ্দিক,ছুর আলী, মোহাম্মদ ভুলু,মোহাম্মদ শাহ আলম প্রমুখ।
#####
উখিয়া কক্সবাজার
পাঠকের মতামত