আবদুস সালাম,টেকনাফ
টেকনাফের শাহপরীরদ্বীপে “নতুন বছর নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন” এই স্লোগানকে সামনে রেখে শাহপরীরদ্বীপ তিন রাস্তার মাথার ইসলামিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার ছাত্রীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ উৎসব ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে মাদ্রাসার মিলনায়তনে এই নবীন বরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও অত্র মাদরাসার সভাপতি জনাব মাস্টার জাহেদ হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ পরীর দ্বীপের দুবাই প্রবাসী ও দানশীল আলেম জনাব মাওলানা জাফর হোসেন সাহেব।
এই ছাড়া উপস্থিত ছিলেন, দারুল ঈমান মাদরাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও শাহ পরীর দ্বীপ জমিয়তুল ওলামার সম্মানিত মহাসচিব জনা মাওলানা জামাল উদ্দিন সাহেব, মানারুল ফোরকান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা হাফেজ এনাম উল্লাহ,মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা মুফতি নুরুল ইসলাম সাহেব ও বিভিন্ন অভিভাবগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা রেজাউল করিম আজাদ ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও মাদ্রাসার সভাপতি জনাব মাস্টার জাহেদ হোসেন বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করে প্রতিবছর যেমন সুনামের সাথে সরকারি বেসরকারি ও বিভিন্ন মেধা বৃত্তি পরীক্ষায় সাফল্য এনেছে।কক্সবাজারের দক্ষিণে সর্ব প্রথম দাওরা হাদিস পর্যন্ত একমাত্র মহিলা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এইটি। বিগত বছরেও চট্টগ্রাম মহিলা মাদরাসা শিক্ষাবোর্ড হতে সর্বোচ্চ বৃত্তি পেয়ে পুরো চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেন।এই সাফল্য ধারাবাহিকতা যেনো রক্ষা পায় সে বিষয়ে দৃষ্টি রেখে ভালো করে পড়ালেখার আহবান জানান শিক্ষার্থীদের ।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে শাহ পরীর দ্বীপের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও অত্র মাদরাসার সভাপতি মাষ্টার জাহেদ হোছেন বীর মুক্তিযোদ্ধা খেতাব প্রাপ্ত হওয়ায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পাঠকের মতামত