কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করেছে।পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।
নিহত হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের ই-১১ব্লকের বাসিন্দা আবুল হাশিমের ছেলে দিল মোহাম্মদ(২৮)।
শুক্রবার(২৯ডিসেম্বর)সন্ধ্যা ছয়টার সময় উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/১২ এর বাসিন্দা এফডিএমএন সদস্য শফি আলম এর বসতঘরের সামনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প-১৫’র ব্লক-ই/১২’র রাস্তার উপর পেয়ে অজ্ঞাতনামা ১২-১৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী দিল মোহাম্মদকে দেখতে পেয়ে ধাওয়া করে। একপর্যায়ে একই ব্লকের বাসিন্দা শফি আলমের বসতঘরের সামনে ধরতে পেরে দিল মোহাম্মদের ডান কানের নীচে গালের উপর গুলি করে। এতে মাটিতে ঢলে পড়ে দিল মোহাম্মদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
######
।
পাঠকের মতামত