শাহেদ হোছাইন মুবিন :
কক্সবাজার শহর থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে নির্মিত হওয়া দৃষ্টিনন্দন খুরুশকুল সেতু বৃহস্পতিবার খুলে দেওয়ার কথা থাকলেও খুলে দেয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে ৩১ ডিসেম্বর রবিবার সর্বসাধারণের ব্যবহারের জন্যে খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার বিকেলে খুরুশকুল সেতু এলাকায় গিয়ে দেখা যায় শত-শত মানুষের অপেক্ষা। তারা খুরুশকুল সেতু পার হতে এসেছিলেন তবে খুলে না দেওয়ায় ফিরে যাচ্ছেন।
কক্সবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খান জানান, সিভিল এভিয়েশন অথরিটি’র প্রকল্প পরিচালক না আসায় বৃহস্পতিবার খুলছে না বাকখাঁলী নদীর উপর নির্মিত খুরুশকুল সেতু। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন ও নতুন বছর শুরুর আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে দৃষ্টিনন্দন খুরুশকুল সেতুটি খুলে দেয়া হবে বলে তিনি জানান।
সেতুটি শুধুমাত্র দুই পাড়ের সংযোগ ঘটায়নি, পর্যটন বুকাশ ও অর্থনীতিতে এই সেতু ইতিবাচক প্রভাব ফেলবে। তাই এই সেতুকে ঘিরে দারুন এক সম্ভাবনা দেখছে কক্সবাজারের মানুষ।
পাঠকের মতামত