টেকনাফে ভূমিদস্যুর হামলায় পুলিশ,বনবিভাগের কর্মকর্তা ও সংবাদিকসহ আহত-৮
কক্সবাজারের টেকনাফে উত্তেজিত ভূমিদস্যুদের হামলায় পুলিশ কর্মকর্তা ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মীসহ ৮ জন ...
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে কক্সবাজারগামী একটি বনভোজনের বাসের সাথে পিকাআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আরো ৪ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে হারবাংয়ের কলাতলী এলাকায় এঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক মুঠোফোনে জানান, নিহতরা পিকআপ ভ্যানে ছিলেন এবং সকলেই শ্রমিক। বনভোজনের বাসটি গাজিপুর থেকে কক্সবাজার যাচ্ছিলেন বলেও জানান তিনি।এছাড়াও আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান ওসি মাহবুবুল।
চকরিয়ার হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন জানান, নিহতরা আমার ইউনিয়নের অধিবাসী বলে জানতে পেরেছি। তাদের পরিচয় সনাক্ত করা হচ্ছে।এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক।
পাঠকের মতামত